আতিকুলের অনুষ্ঠানে ফখরুল-তাবিথকে আমন্ত্রণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো আতিকুল ইসলামের আমন্ত্রণপত্র। ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো আতিকুল ইসলামের আমন্ত্রণপত্র। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম কাল রোববার তাঁর ইশতেহার ঘোষণা করবেন। সেই অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এ সিটিতে তাঁর প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালকে আমন্ত্রণ জানিয়েছেন।

বিএনপির দুই নেতাকে আমন্ত্রণপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আতিকুল ইসলামের নির্বাচনী প্রচার বিভাগের দায়িত্বে থাকা তৌফিক রহমান। তিনি আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণপত্রটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং তাবিথ আউয়ালের আমন্ত্রণপত্রটি অ্যাঙ্কর টাওয়ারে তাঁর অফিসে পাঠানো হয়েছে। তাবিথ আউয়ালের পক্ষে সোহেল নামের এক ব্যক্তি এটি গ্রহণ করেছেন। আজ বেলা দুইটার পর এসব আমন্ত্রণপত্র পাঠানো হয়।’

তৌফিক রহমান বলেন, ‘দুটো আমন্ত্রণপত্রই গ্রহণ করা হয়েছে। তবে আমন্ত্রণপত্র হস্তান্তরের সময় আমরা ছবি তুলতে চাইলে তা তাঁরা করতে দেননি।’

তাবিথ আউয়ালকে পাঠানো আতিকুল ইসলামের আমন্ত্রণপত্র। ছবি: সংগৃহীত
তাবিথ আউয়ালকে পাঠানো আতিকুল ইসলামের আমন্ত্রণপত্র। ছবি: সংগৃহীত

আতিকুল ইসলাম রাজধানীর বনানীর লেকশোর হোটেলে আগামীকাল সকাল সাড়ে ১০টা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

আজ শনিবার দুপুরে ডিএনসিসির ১৮ নম্বর ওয়ার্ডের নদ্দা এলাকার কালাচাঁদপুর মোড়ে আয়োজিত নির্বাচনী সমাবেশে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় জানান আতিকুল ইসলাম। আগামীকাল রোববার নির্বাচনী ইশতেহার দেওয়া হবে জানিয়ে আতিকুল বলেন, ‘রোববার আমার নির্বাচনী ইশতেহার দেব। সেখানে চমক থাকবে। আর সচল, সুস্থ ও মানবিক ঢাকা গড়ার অঙ্গীকার থাকবে।’

প্রতিপক্ষ দলের দুই নেতাকে এভাবে আমন্ত্রণ জানানোর ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘রাজনীতি হলো প্রতিযোগিতা। এটা শত্রুতা নয়। আমি আশা করব অন্যরাও এমন শিষ্টাচার বোধ দেখাবেন।’

বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতিতে শিষ্টাচার, সহনশীলতা ও শ্রদ্ধাবোধ যদি সৃষ্টি করা যেত তবে তাহলে অনেক সমস্যার আমরা সমাধান করতে পারতাম। আতিকুল ইসলামের এ উদ্যোগকে স্বাগত জানাই।