'রুখো লুটেরা, বাঁচাও স্বদেশ'

বাংলাদেশ থেকে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কানাডার টরন্টোতে অবস্থানরত বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কানাডার টরন্টোতে অবস্থানরত বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কানাডার টরন্টোতে অবস্থানরত বাংলাদেশিরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কনকনে শীত ও বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নেন দুই শতাধিক বেশি প্রবাসী বাংলাদেশি।

কর্মসূচিতে অংশ নেওয়া বাংলাদেশিরা অঙ্গীকার করেন, তাঁরা কোনোভাবেই কানাডাকে বাংলাদেশের টাকা পাচারকারীদের নিরাপদ গন্তব্য হতে দেবেন না। প্রবাসী সংস্কৃতিকর্মীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির স্লোগান ছিল ‘রুখো লুটেরা, বাঁচাও স্বদেশ’।

বাংলাদেশ থেকে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কানাডার টরন্টোতে অবস্থানরত বাংলাদেশিরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কানাডার টরন্টোতে অবস্থানরত বাংলাদেশিরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে বক্তারা লুটেরা, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ও কানাডা সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, জন্মভূমি হিসেবে বাংলাদেশের প্রতি এবং আবাসভূমি হিসেবে কানাডার প্রতি তাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই লুটেরাদের বিরুদ্ধে এই আন্দোলন। লুটেরা ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রবাসীদের এই সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে বলেও অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়।