খাগড়াছড়িতে জার্বেরা ফুল চাষের সম্ভাবনা ভালো

>

জার্বেরা এখন বাণিজ্যিকভাবে চাষ হয়। বিদেশি ফুল হলেও বাংলাদেশের পাহাড়ে এই ফুল চাষের সম্ভাবনা বাড়ছে। সামাজিক যেকোনো অনুষ্ঠানে দেখা মেলে লাল, কমলা, গোলাপি, হলুদ, সাদা, বেগুনিসহ নানা রঙের জার্বেরার। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ বলেন, গত দুই বছর ধরে এখানে জার্বেরা ফুলের চাষ হচ্ছে। ৭৫টি গাছে ২০০ থেকে ৩০০টির বেশি ফুল আসছে, ভালো ফুল ফুটছে। খাগড়াছড়িতে যথেষ্ট সম্ভাবনা আছে এই ফুল চাষের। বাণিজ্যিক ভিত্তিতে চাষ বাড়ালে কৃষক লাভবান হবেন। এ নিয়ে আজকের ছবির গল্প

বাগানে ফুলের পরিচর্যা করছেন এক মালি
বাগানে ফুলের পরিচর্যা করছেন এক মালি
বাগানে ফুটে থাকা ফুল দেখাচ্ছেন মালি
বাগানে ফুটে থাকা ফুল দেখাচ্ছেন মালি
রঙিন জার্বেরা মুগ্ধ করে সবাইকে
রঙিন জার্বেরা মুগ্ধ করে সবাইকে
পাহাড়ে বিদেশি ফুল জার্বেরার বাণিজ্যিক চাষের সাফল্য বেশ উজ্জ্বল
পাহাড়ে বিদেশি ফুল জার্বেরার বাণিজ্যিক চাষের সাফল্য বেশ উজ্জ্বল
নানা অনুষ্ঠানে জার্বেরা ফুলের আবেদন বাড়ছে
নানা অনুষ্ঠানে জার্বেরা ফুলের আবেদন বাড়ছে
ফুটন্ত জার্বেরা
ফুটন্ত জার্বেরা
খাগড়াছড়ি সদরের পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রে জার্বেরা বাগানে ফুটে আছে নানা রঙের ফুল
খাগড়াছড়ি সদরের পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রে জার্বেরা বাগানে ফুটে আছে নানা রঙের ফুল
জার্বেরা ফুলের কলি
জার্বেরা ফুলের কলি
জার্বেরা ফুলে প্লাস্টিকের কাগজ মুড়িয়ে দোকানে রাখা হচ্ছে বিক্রির জন্য
জার্বেরা ফুলে প্লাস্টিকের কাগজ মুড়িয়ে দোকানে রাখা হচ্ছে বিক্রির জন্য