রাজশাহীতে শিশুকে ধর্ষণের পর হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মনসুর আলম এ আদেশ দেন।

দণ্ডিত আসামিরা হলেন রাজশাহী নগরের শাহমখদুম থানার পাকুড়িয়া উত্তরপাড়া মহল্লার সাইদুর ওরফে জ্যাক (৪২) এবং একই এলাকার মো. রানা (৩০)। মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ আগস্ট শাহমখদুম থানার মাঝিপাড়া মহল্লার স্বপ্না খাতুন (১০) নামের এক শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করেন দুই আসামি। পরে লাশটি পরিত্যক্ত একটি কবরস্থানে ফেলে দেন তাঁরা। এ ঘটনায় স্বপ্নার বাবা সিদ্দিক আলী বাদী হয়ে থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এই মামলায় বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আইনজীবী দিল সেতারা। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী মোজাফফর হোসেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী রইসুল ইসলাম ও আবু বাক্কার।