নিজেরা হামলা করে প্রতিপক্ষকে দোষ দিচ্ছে বিএনপি: তাপস

নির্বাচনী প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। ছবি: দীপু মালাকার
নির্বাচনী প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। ছবি: দীপু মালাকার

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, সংঘর্ষ বাধিয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে তারা (বিএনপি) পাঁয়তারা করছে। নির্বাচন বানচাল করার চেষ্টায় রয়েছে তারা।

আজ সোমবার ডেমরার সারুলিয়া এলাকায় গণসংযোগে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ ফজলে নূর। তিনি বলেন, নিজেরা নিজেদের ওপর হামলা করে প্রতিপক্ষ প্রার্থীর ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন বিএনপির প্রার্থী। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তাঁরা অপরাজনীতির চর্চা করছেন। নির্বাচনে বিদ্যমান সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেই এ অপতৎপরতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

গত রোববার গোপীবাগে দুই দলের সমর্থকদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, আগামী ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ঢাকাবাসী বিএনপির এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে। পাঁচ ধাপে ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা গড়ার পরিকল্পনা তুলে ধরেন তিনি।

প্রচারের অংশ হিসেবে পথসভায় বক্তব্য দিচ্ছেন শেখ ফজলে নূর তাপস। ছবি: দীপু মালাকার
প্রচারের অংশ হিসেবে পথসভায় বক্তব্য দিচ্ছেন শেখ ফজলে নূর তাপস। ছবি: দীপু মালাকার

সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোকে নিয়ে আলাদা উন্নয়ন পরিকল্পনা নেওয়ার ঘোষণা দিয়ে শেখ ফজলে নূর বলেন, নতুন ওয়ার্ডে নগরের সব আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে। মেয়র নির্বাচিত হলে ৯০ দিনের মধ্যে নগরবাসীর মৌলিক সুবিধা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

সকাল থেকেই সারুলিয়া এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা ভিড় করেন। স্লোগান দিতে দিতে ফুল ছিটিয়ে তাপসকে অভ্যর্থনা জানান কর্মী-সমর্থকেরা। এরপর ডেমরার বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে নিজের প্রচারপত্র বিলি করেন তাপস। পথে পথে প্রচারে যোগ দেন দলের স্থানীয় কর্মী-সমর্থকেরা।