মার্কেন্টাইল কো-অপারেটিভের তিন শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে মামলা

দুদক
দুদক

গ্রাহকের সোয়া ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের তিন শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন সংস্থার উপপরিচালক মো. সালাউদ্দিন।

দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান শিহান আবরার চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুন নাহার ও ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেনকে মামলার আসামি করা হয়েছে।

মামলার এজাহারের বলা হয়, দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান শিহান আবরার চৌধুরী নিজের প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে আমানতকারীদের ৯ কোটি ২৫ লাখ টাকা অবৈধভাবে ঋণ হিসেবে গ্রহণ করে আত্মসাৎ করেন। তাঁকে সহায়তা করেন প্রতিষ্ঠানটির এমডি ও শিহানের মা শামসুন নাহার এবং ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন।

এজাহারে আরও বলা হয়, আত্মসাৎ করা টাকা দিয়ে শিহান রাজধানীর বনানী ডিওএইচএস ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় নিজ নামে সম্পত্তি কেনেন।