কদমতলীতে পোশাকশ্রমিককে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে আমেনা আক্তার (২৬) নামের এক পোশাকশ্রমিককে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই নারীর স্বামী মো. মামুনকে আটক করেছে।

আমেনার চাচাতো ভাই আবুল বাশার অভিযোগ করে বলেন, ‘ছয় বছর আগে প্রেম করে বিয়ে করেন আমেনা ও মামুন। বিয়ের পর প্রথম কয়েক বছর ভালোই ছিল তাঁরা। পরে আমরা জানতে পারি, আমেনাকে প্রায়ই মারধর করা হতো। আমেনাকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমেনার কাছে তিন লাখ টাকা ছিল। হত্যা করার পর তাঁর স্বামী ওই টাকা নিয়ে গেছেন।’

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সিহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, আমেনা বিষ পান করেছেন—এমন কথা বলে গতকাল রোববার রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বামী মামুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মারা যান আমেনা। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।