উচ্চমাধ্যমিকে আইসিটি শিক্ষা নিয়ে দ্বিতীয় পর্ব বুধবার

উচ্চমাধ্যমিকে আইসিটি শিক্ষা নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব পড়বেন আজ বুধবার। প্রতিবেদনটির দ্বিতীয় কিস্তি আজ প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়েছে।

‘অসংখ্য ভুল ও বিভ্রান্তির গোলকধাঁধায় শিক্ষার্থীরা’ শিরোনামে আজকের পর্বে উঠে এসেছে পাঠ্যবইয়ে চিহ্ন, যুক্তি ও ছাপার ভুলের ছড়াছড়িসহ নানা দিক। আরও থাকছে বইয়ে বইয়ে তথ্যের গরমিল, পুরোনো সফটওয়্যার ব্যবহার, ভুল চিহ্ন ও ভুল যুক্তি উপস্থাপনের বিষয়গুলো।

এর আগে মঙ্গলবার উচ্চমাধ্যমিকে আইসিটি শিক্ষা নিয়ে প্রথম আলোর ছাপা সংস্করণে প্রকাশিত হয় প্রথম পর্বটি। ‘অনুমোদনহীন দুর্বোধ্য বইয়ের বোঝা’ শিরোনামে ওই পর্বে প্রকাশকদের প্রতারণা, নির্বিকার পাঠ্যপুস্তক বোর্ড, শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

তৃতীয় ও সর্বশেষ পর্বটি প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এর শিরোনাম—‘শিক্ষক ছাড়াই চলছে জোড়াতালির লেখাপড়া’। এসব প্রতিবেদন পড়তে চোখ রাখুন প্রথম আলোতে।