চার দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ

রোহিঙ্গা–সংকট নিরসনে ভারত, চীন, জাপান ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক সূত্র জানায়, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা–সংক্রান্ত মামলার রায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে এই রায়কে কূটনৈতিক সফলতা হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। রোহিঙ্গা ইস্যুতে কোন কোন দেশ বাংলাদেশের বিপক্ষে রয়েছে, তা নিয়ে কমিটির বৈঠকে আলোচনা হয়। এ ধরনের ১২ থেকে ১৪টি দেশ চিহ্নিত করা হয়েছে। বৈঠকে কমিটি এই দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে বলেছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান প্রথম আলোকে বলেন, কমিটি মনে করছে আন্তর্জাতিক আদালতের রায়ের ফলে মিয়ানমার কিছুটা হলেও নমনীয় হয়েছে। কমিটি ভারত, চীন, জাপান ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে, তাদের কাছে গিয়ে বিষয়গুলো ব্যাখ্যা করতে বলেছে। ফারুক খানের সভাপতিত্বে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আবদুল মজিদ খান, হাবিবে মিল্লাত ও নাহিম রাজ্জাক বৈঠকে অংশ নেন।