প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মাটিরাঙ্গা উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহায়ক মো. খালেক ও নিক্সন চৌধুরী নামের আরেকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, খালেক ও নিক্সন নামের দুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করেন। প্রধানমন্ত্রীর মানহানি করায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৯, ৩১ ও ৩৫ ধারায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়।

মাটিরাঙ্গা থানার তদন্তকারী কর্মকর্তা মো. শাহনুর আলম বলেন, একজনকে মুঠোফোনসহ শনাক্ত করা হয়েছে। অন্যজনকে শনাক্ত করার চেষ্টা চলছে।