কেন্দ্র দখলের পাঁয়তারা চলছে: তাপস

শেষ দিনের প্রচারে ব্যস্ত আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ছবি: প্রথম আলো
শেষ দিনের প্রচারে ব্যস্ত আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে। ১৭০টি কেন্দ্র দখলের ষড়যন্ত্রের খবর পাওয়া গেছে। এ বিষয়ে পদক্ষেপ নিয়ে পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগের ব্রাদার্স ক্লাবের মাঠে শেষ দিনের নির্বাচনী প্রচার শুরুর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ ফজলে নূর। তিনি বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত।

পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে শেখ ফজলে নূর বলেন, ‘কয়েক দিন আগে বিএনপির মেয়র প্রার্থী নিজে উপস্থিত হয়ে আমাদের কাউন্সিলর প্রার্থী রোকন উদ্দিনের ক্যাম্পে হামলা করেছেন। বিএনপি প্রার্থীর পিএস (একান্ত সচিব) পরিচয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি সেই দিন অবৈধ অস্ত্র দিয়ে গুলি করেছেন।’


কেন্দ্র দখলের পাঁয়তারা ঢাকাবাসী সম্মিলিতভাবে প্রতিহত করবে আশা প্রকাশ করে শেখ ফজলে নূর বলেন, ‘আমরা ভোটারদের সঙ্গে, ঢাকাবাসীর সঙ্গে থাকব। সবাই মিলে ষড়যন্ত্র প্রতিহত করব।’

সন্ত্রাসীদের থেকে ঢাকাবাসীকে পরিত্রাণ দিতে কঠোরভাবে আইন প্রয়োগ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

আগামী ১ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভোটারদের উদ্দেশে শেখ ফজলে নূর বলেন, ‘প্রিয় ঢাকাকে উন্নত করার সুযোগ পয়লা ফেব্রুয়ারি। এটি একটি স্থানীয় সরকার নির্বাচন। তাই দলমত-নির্বিশেষে সবাই ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে একজন দক্ষ ও যোগ্য ব্যক্তিকে সেবক হিসেবে নির্বাচিত করে উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দেবেন।’ দলের সমর্থিত কাউন্সিলরদের জন্যও ভোট চান তিনি।

ইশতেহারে ঘোষিত নিজের পাঁচ রূপরেখা ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা গড়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা নবযাত্রা শুরু করতে চাই, যার নবসূচনা হবে পয়লা ফেব্রুয়ারি। যাতে সব প্রতিকূলতা অতিক্রম করে আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে সততা, নিষ্ঠা, একাগ্রতায় নিবেদিত হয়ে কাজ করতে পারি।’