নির্বাচন পর্যবেক্ষণে কূটনীতিকদের বাধা দেওয়া হচ্ছে: বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার রাতে রাজধানীতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে কূটনীতিকদের অবস্থান নিয়ে ক্ষমতাসীনেরা সমালোচনা করেছে বলে জানিয়েছে বিএনপি। গণমাধ্যমে খবর বেরিয়েছে, নির্বাচন কমিশনে গিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম বলেছেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের কেউ যেন বেশি মাতবরি না করেন।’ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এক অনুষ্ঠানে বলেছেন, ‘কোড অব কনডাক্ট (আচরণবিধি) না মানলে বিদেশি কূটনীতিকদের যেন বাংলাদেশ থেকে চলে যায়।’

এসব বিষয়ে মির্জা ফখরুল বলেছেন, ‘গত জাতীয় নির্বাচনেই তারা পর্যবেক্ষকদের আসতে দেয়নি। নির্বাচনকে নিজেদের পক্ষে নিতে পুরো রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করছে। নির্বাচন পর্যবেক্ষণে দেশে থাকা কূটনীতিকদের বাধা দেওয়া হচ্ছে। এতে প্রমাণিত হচ্ছে যে তারা নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাই এ সরকার নষ্ট করে ফেলেছে। নির্বাচন কমিশন অযোগ্যতার পরিচয় দিয়েছে। তারা তাদের স্বাধীনতার প্রয়োগ করতে পারছে না। দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘এত অনিয়ম হয়েছে, প্রায় ১৫ শ এর মতো অভিযোগ দেওয়া হলেও কোনো অভিযোগই ইসি আমলে নেয়নি।’