আবু রুশদ গুণীজন সম্মাননা ঘোষণা

আবু রুশদ [২৫ ডিসেম্বর ১৯১৯—২৩ ফ্রেব্রুয়ারি ২০১০]
আবু রুশদ [২৫ ডিসেম্বর ১৯১৯—২৩ ফ্রেব্রুয়ারি ২০১০]

বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা আবু রুশদ (১৯১৯-২০১০)-এর জন্মশত বার্ষিকী উপলক্ষে আবুরুশদ পরিবার দেশের চারজন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সম্মাননা এবং একজন তরুণ লেখককে গবেষণা অনুদান প্রদানের জন্য মনোনীত করেছে।

এবারে আবু রুশদ গুণীজন সম্মাননা ২০১৯-এর জন্য মনোনীত হয়েছেন হাবিবুল্লাহ সিরাজী (সাহিত্য), খুশী কবির (সমাজকল্যাণ), এমএ কাশেম (উচ্চশিক্ষা) এবং লেখক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ (সংস্কৃতি) এবং শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি বিষয়ে গবেষণা পরিচালনার জন্য গবেষণা অনুদান পাচ্ছেন কাজী আলিম-উজ-জামান। আবু রুশদ গবেষণা অনুদানের বিজয়ী পাবেন ৩০ হাজার টাকা এবং একটি প্রশংসাপত্র।

৩ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে গুণীজন সম্মাননা-প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী এম. সাইদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেজর জেনারেল (অব.) এফআর মামুন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক সৈয়দ বদরুল আহসান। বিজ্ঞপ্তি