চীন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশিরা

বাংলাদেশীদের বাসে করে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে আশকোনা হজ ক্যাম্পে। ছবি: দীপু মালাকার
বাংলাদেশীদের বাসে করে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে আশকোনা হজ ক্যাম্পে। ছবি: দীপু মালাকার

৩১৬ জন বাংলাদেশিকে নিয়ে চীন থেকে দেশে ফিরেছে বাংলাদেশ বিমানের বিশেষ উড়োজাহাজ। আজ শনিবার বেলা ১১ টা ৫৩ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে। পরে সেখান থেকে বাংলাদেশি লোকজনকে বাসে করে সরাসরি আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়েছে।

গতকাল বিকেল পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ উড়োজাহাজ চীনে যায় বাংলাদেশিদের আনতে।

৩১৬ জন বাংলাদেশির মধ্যে ৩০১ জন প্রাপ্তবয়স্ক, ১৫টি শিশু রয়েছে।

গতকাল রাতে প্রথম আলোকে স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড়োজাহাজ থেকে যাত্রীদের সরাসরি হজ ক্যাম্পে নেওয়া হবে। সেখানে তাঁদের ‘কোয়ারেন্টাইন’ করে রাখা হবে, কারও সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে না। ‘কোয়ারেন্টাইন’ অবস্থায় সেনাবাহিনী ও স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টিম তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবে। স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসহ সব ধরনের খরচ বহন করবে বাংলাদেশ সরকার। ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ তাঁদের নিরাপত্তা দেবে।

সরকারি কর্মকর্তারা অনুরোধ করেছেন, চীন ফেরত নাগরিকদের আত্মীয়স্বজন যেন ক্যাম্পে ভিড় না করেন। ক্যাম্পে অবস্থানরত নাগরিকদের পরিস্থিতি নিয়মিত জানানোর আনুষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে তাঁরা এসব নম্বরে ফোন করে খবর জানতে পারবেন: ০১৯২৭৭১১৭৮৪; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯৩৭১১০০১১।