হরতালের প্রভাব নেই ঢাবি ক্যাম্পাসে

বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: আসিফ হাওলাদার
বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: আসিফ হাওলাদার

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ক্যাম্পাসে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি৷ শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

হরতালের সমর্থনে গতকাল রাতে রাজধানী ঢাকায় ঝটিকা মিছিল করেছে ছাত্রদলের একাংশ।

আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল৷ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম ও সদস্যসচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে হওয়া এই মিছিলে সংগঠনের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন৷ মিছিলটি বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল এলাকায় পৌঁছালে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

একটি মিছিল ছাড়া হরতালের সমর্থনে ক্যাম্পাসে ছাত্রদলের আর কোনো তৎপরতা দেখা যায়নি। হরতাল ঠেকাতে ছাত্রলীগের নেতা-কর্মীদেরও কোনো তৎপরতা চোখে পড়েনি৷ বিএনপি মহাসচিব হরতাল আহ্বানের পর তাৎক্ষণিকভাবে রাজধানী ঢাকার কাঁটাবন থেকে শাহবাগ পর্যন্ত ঝটিকা মিছিল হয়৷ ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য, সাবেক সভাপতি আল মেহেদী তালুকদারের নেতৃত্বে এই মিছিলে ছিল সংগঠনের নেতা-কর্মীদের একটি অংশ।

আজ দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা অন্য দিনগুলোর মতোই স্বাভাবিকভাবে চলছে৷ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বর, শ্যাডো, কার্জন হলসহ বিভিন্ন এলাকায় আড্ডারতও দেখা গেল অনেককে৷ তবে অন্য দিনগুলোর তুলনায় আজ শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম৷ কিছু কিছু বিভাগে আজকের ক্লাস গতকাল রাতেই বাতিল করায় বিভাগগুলোর শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেননি৷

সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পিকেটিংয়ের সময় গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পুলিশের৷ ওই এলাকায় থাকা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পিকেটিংয়ের সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছেন।

গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থিতিশীল থাক। ফলে ভাঙচুরের প্রশ্নই ওঠে না।’ রাকিব আরও বললেন, ‘পুলিশের ধাওয়ার পর আমরা ক্যাম্পাস ছেড়ে চলে এসেছি৷ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আধাবেলা হরতাল পালন করতে পেরেছি।’