ঘাটাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আরও একজনের স্বীকারোক্তি

টাঙ্গাইলের ঘাটাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আরও এক আসামি আজ রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত জবানবন্দি লিপিবদ্ধ শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই আসামির নাম জাহিদুল ইসলাম (২০)। তিনি ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের বাসিন্দা। তাঁকে পুলিশ গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করে।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহাম্মেদ জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা সবাই বর্তমানে টাঙ্গাইল কারাগারে রয়েছেন।

গত ২৬ জানুয়ারি দুপুরে ঘাটাইলের একটি স্কুলের চার ছাত্রী তাদের দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়। একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সন্ধানপুর ইউনিয়নের কাতরা বন এলাকায় ঘুরতে যায়। এ সময় ওই এলাকার কয়েকজন যুবক তাদের পিছু নেন। একপর্যায়ে ওই যুবকেরা ছাত্রীদের দুই বন্ধুকে মারধর করে তিন ছাত্রীকে ধর্ষণ এবং অপর ছাত্রীকে লাঞ্ছিত করে বলে অভিযোগ করে। ২৭ জানুয়ারি ওই তিন ছাত্রীর একজনের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।