গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ রোধে নির্দেশনা বিষয়ে হাইকোর্টের রুল

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ রোধে নির্দেশনা তৈরিতে ব্যর্থতা কেন আইনি কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ রোধে নির্দেশনা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। ছয় সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সাত বিবাদীকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ পরীক্ষা বন্ধে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গত মাসের শেষ সপ্তাহে ওই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজে শুনানি করেন। এ ছাড়া রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল। তাঁর সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজাওয়ার।