মেলায় উত্ত্যক্ত করায় ৯৯৯-এ ফোন, অতঃপর দণ্ড

হবিগঞ্জ শহরে দুই তরুণীকে বারবার উত্ত্যক্ত করছিলেন দুই তরুণ। পরে ওই তরুণীরা ৯৯৯–এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। সঙ্গে সঙ্গে হবিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই তরুণকে আটক করে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার দুপুরে হবিগঞ্জের শিল্প ও বাণিজ্যে মেলায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত দুই তরুণ হলেন হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের বাসিন্দা আসিফ মজনু (২০) ও সাইদুল বারী শুভন (২০)।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, হবিগঞ্জ শহরের একটি কলেজের দুজন ছাত্রী আজ দুপুরে শিল্প ও বাণিজ্য মেলায় বেড়াতে যান। এ সময় তাঁদের পিছু নেন অভিযুক্ত আসিফ মজনু ও শুভন। তাঁরা ওই দুই তরুণীকে বারবার উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তরুণীদের একজন ৯৯৯ ফোন করে সহযোগিতা চান। এর কিছুক্ষণ পরেই হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণকে আটক করে।


পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসফিকা হোসেনের আদালতে হাজির করা হয়। সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আসিফ মজনু ও সাইদুল বারী শুভনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।