সুতার কনটেইনারে পাওয়া গেল বালু

ফাইল ছবি
ফাইল ছবি

চীন থেকে আমদানি হওয়া দুটি কনটেইনারে থাকার কথা পলিয়েস্টার সুতা। তবে দরজা খুলে পাওয়া গেছে বালুর বস্তা। আজ সোমবার কনটেইনার দুটি খুলে বালুর বস্তা শনাক্ত করেছেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমস কর্মকর্তারা জানান, দুটি চালানে পলিয়েস্টার সুতা আমদানির জন্য ঋণপত্র খোলে ঢাকার সোহারা ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠান। পণ্যের রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো চীনের জিংতাই ইয়ামিঝি টেক্সটাইল। প্রথমে একটি কনটেইনারে বালু থাকার বিষয় নিশ্চিত হওয়ার পর অপরটি খোলা হয়। এক একটিতে ৯৭৭ বস্তা করে বালু পাওয়া যায়।

কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনুসুয়া প্রথম আলোকে বলেন, প্রায় ৫০ হাজার ডলার মূল্যের পণ্য আমদানির বিপরীতে মূল্যহীন পণ্য এনে অর্থ পাচার করা হয়েছে। এখন কনটেইনারে আসা বালু রাসায়নিক পরীক্ষা করা হবে। এরপর কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।