অবক্ষয় থেকে রাজনীতিকে মুক্ত রাখতে হবে: তথ্যমন্ত্রী

রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সংগৃহীত
রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সংগৃহীত

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘নৈতিকভাবে আমাদের নেতা-কর্মীদের আরও সমৃদ্ধ করা প্রয়োজন। অবক্ষয় থেকে আমাদের রাজনীতিকে মুক্ত রাখতে হবে। এ জন্য নেতা-কর্মীদের আদর্শিক ও নৈতিক মনোবল বৃদ্ধি এবং রাজনীতি যে একটি ব্রত, সেটি তাঁদের মধ্যে প্রোথিত করতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাংগঠনিকভাবে শক্তিশালী ও ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেই বলে মন্তব্য করেছেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে আমাদের মেয়র প্রার্থীরা জয়লাভ করেছে। সুতরাং আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করা প্রয়োজন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১১ বছরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সমস্ত বিশ্ব যার প্রশংসা করছে; কিন্তু পাকিস্তান আক্ষেপ করছে। এ উন্নয়নের বার্তা যদি জনগণের কাছে আমরা পৌঁছে দিতে পারি এবং একই সঙ্গে আমাদের দলের নেতা-কর্মীরা যদি বিনয়ী হন, যারা উদ্ধত আচরণ করে, তাদের যদি আমরা নিবৃত্ত করতে পারি, তাহলে জনগণ অব্যাহতভাবে আমাদেরই ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার হচ্ছে দলের, সরকারের দল নয়। আমাদের মূল ঠিকানা হচ্ছে দল। সে কারণে দলকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সাংসদ আসাদুজ্জামান নূর, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি