বায়ুদূষণের দায়ে ঠিকাদারকে ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পিসি রোডের সংস্কারকাজের ঠিকাদারকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বায়ুদূষণের দায়ে পরিবেশ অধিদপ্তরের (চট্টগ্রাম মহানগর) পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী মঙ্গলবার এই জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তরের (চট্টগ্রাম মহানগর) উপপরিচালক মিয়া মাহমুদুল হক জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

সাগরিকা থেকে ৪১৭ মিটার দৈর্ঘ্য, ২০ মিটার প্রস্থ এবং আনুমানিক ৩ মিটার উচ্চতার এই সড়কের সংস্কারকাজের দায়িত্বে আছে তাহের অ্যান্ড ব্রাদার্স। নির্মাণ এলাকায় ধুলোয় দূষণের প্রমাণ পাওয়ার পর শুনানি শেষে এই জরিমানা করা হয়। অধিদপ্তরের খুলশির মহানগর কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সৈয়দ নূর ও সিটি করপোরেশনের পক্ষে সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। পাঁচ লাখ টাকা জরিমানার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে কাজ শেষ করা এবং দিনে তিনবার পানি ছিটানোর নির্দেশও দেওয়া হয়।