আর কটা দিন সবুর করো, পেঁয়াজ বুনেছি

>পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলে যত দূর চোখ যায়, দেখা মেলে বিস্তীর্ণ এলাকাজুড়ে পেঁয়াজের চাষ। দেশের এক-তৃতীয়াংশ পেঁয়াজের জোগান দেয় পাবনা। এ বছর জেলায় পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ লাখ মেট্রিক টন, যা ফেব্রুয়ারির শেষে বা আগামী মার্চে বাজারে আসবে। ছবিগুলো সম্প্রতি গাজনার বিল থেকে তোলা
পাবনার ৯টি উপজেলায় চলতি মৌসুমে ৯ হাজার ৯০০ হেক্টর জমিতে আগাম জাতের ‘মূলকাটা’ পেঁয়াজ আবাদ হয়েছে
পাবনার ৯টি উপজেলায় চলতি মৌসুমে ৯ হাজার ৯০০ হেক্টর জমিতে আগাম জাতের ‘মূলকাটা’ পেঁয়াজ আবাদ হয়েছে
চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় দাম কমেনি পেঁয়াজের
চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় দাম কমেনি পেঁয়াজের
উৎপাদিত আগাম জাতের পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১ লাখ ২০ হাজার মেট্রিক টন, যার ৮০ শতাংশ বাজারে চলে এসেছে
উৎপাদিত আগাম জাতের পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১ লাখ ২০ হাজার মেট্রিক টন, যার ৮০ শতাংশ বাজারে চলে এসেছে
পেঁয়াজের চারা তোলার কাজে ব্যস্ত শ্রমিকেরা
পেঁয়াজের চারা তোলার কাজে ব্যস্ত শ্রমিকেরা
আশা করা যাচ্ছে, এই বিপুল পরিমাণ পেঁয়াজ আগামী মার্চে বাজারে এলে দাম কমে যাবে কয়েক গুণ
আশা করা যাচ্ছে, এই বিপুল পরিমাণ পেঁয়াজ আগামী মার্চে বাজারে এলে দাম কমে যাবে কয়েক গুণ
পেঁয়াজ লাগানো চলছে
পেঁয়াজ লাগানো চলছে
পেঁয়াজখেতে সার দেওয়া চলছে
পেঁয়াজখেতে সার দেওয়া চলছে
গাছের রোগবালাই থেকে রক্ষা পেতে জমিতে ওষুধ ছিটানো
গাছের রোগবালাই থেকে রক্ষা পেতে জমিতে ওষুধ ছিটানো