ছাগলে ফসল খাওয়া নিয়ে প্রাণ গেল যুবকের

ঝিনাইদহে ছাগলে খেতের ফসল খাওয়া নিয়ে হামলায় এক যুবকের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম সবুজ মিয়া (৩৫)। তিনি একই গ্রামের ফজলুর রহমানের ছেলে। আর আহত ব্যক্তিরা হলেন ফজলুর রহমানের স্ত্রী আমেনা বেগম, ছেলে শাকিল হোসেন ও সবুজের চাচাতো ভাই রানা আহম্মেদ।

গ্রামবাসী জানান, সকালে মুরারীদহ গ্রামের সবুজ মিয়ার খেতে একটি ছাগল গিয়ে ফসল খায়। এ নিয়ে ছাগলের মালিক আবদুল মজিদের সঙ্গে সবুজ মিয়ার কথা-কাটাকাটি হয়। তাৎক্ষণিকভাবে গ্রামের লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। এরপর বিকেলে বাড়ির পাশে মাঠে কাজ করতে যান সবুজ মিয়া ও তাঁর চাচাতো ভাই রানা। এ সময় বেশ কয়েকজন লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে সবুজ ও রানাকে মারপিট করতে থাকেন। তাঁদের চিৎকারে সবুজের ছোট ভাই শাকিল ও মা আমেনা বেগম ছুটে এলে তাঁদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বিকেল ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মঈন উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কেউ আটকও হয়নি।