পদার্থবিজ্ঞানের টানে সাতসকালে হাজির তারা

১০ম ডাচ্ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০-এর ঢাকা দক্ষিণ পর্ব। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
১০ম ডাচ্ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০-এর ঢাকা দক্ষিণ পর্ব। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ

ছুটির দিনের সকাল। তবু ভোরের আলো ফোটার আগেই মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বাবা। কারণ, ছেলে অনন্য যায়িফের আগ্রহ পদার্থবিজ্ঞানের প্রতি। সেই আগ্রহ থেকেই অনন্য ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নেবে।

আজ শুক্রবার সকালে ১০ম ডাচ্ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০-এর ঢাকা দক্ষিণ পর্বে কথা হয় অনন্যর সঙ্গে। সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে শুরু হয় এই অলিম্পিয়াড।

রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ

ছেলে অনন্য যায়িফ প্রথম আলোকে বলেন, ‘পদার্থবিজ্ঞান বিষয়টি নবম শ্রেণিতে গিয়ে পাব। কিন্তু পদার্থবিজ্ঞানে আমার আগ্রহ অনেক। তাই ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছি।’

এবারের অলিম্পিয়াডে অংশ নিচ্ছে ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রায় ৮০০ শিক্ষার্থী। আসরের আয়োজক বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। পৃষ্ঠপোষকতায় আছে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড। সার্বিক ব্যবস্থাপনায় প্রথম আলো। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। সহযোগিতায় আছে বন্ধুসভা।

তিনটি ক্যাটাগরিতে ফিজিক্স অলিম্পিয়াড চলছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ ক্যাটাগরি। অষ্টম ও নবম শ্রেণির জন্য বি ক্যাটাগরি। আর দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সি ক্যাটাগরি।

অলিম্পিয়াডে অংশ নিচ্ছে ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রায় ৮০০ শিক্ষার্থী। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
অলিম্পিয়াডে অংশ নিচ্ছে ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রায় ৮০০ শিক্ষার্থী। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ

ইতিমধ্যে অলিম্পিয়াডের এক ঘণ্টাব্যাপী পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার পর হবে পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা পর্ব।

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী হাসিনুল আবরার। তাঁর প্রিয় বিষয় পদার্থবিজ্ঞান। সে-ও বাবার সঙ্গে ফিজিক্স অলিম্পিয়াডে এসেছে।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিনুল প্রথম আলোকে বলেন, ‘পদার্থবিজ্ঞান আমার কাছে সবচেয়ে মজার বিষয় মনে হয়। সারা বিশ্বই তো চলছে পদার্থবিজ্ঞানের সূত্রের ওপর। পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হয়েছে। তবে আশা করছি, ভালো করব।’

তিনটি ক্যাটাগরিতে ফিজিক্স অলিম্পিয়াড চলছে। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
তিনটি ক্যাটাগরিতে ফিজিক্স অলিম্পিয়াড চলছে। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ

অভিভাবকেরা বলছেন, প্রথাগত শিক্ষাব্যবস্থার মধ্যে থেকে অলিম্পিয়াডের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বাইরের জগৎ সম্পর্কে জানার আগ্রহ তৈরি করছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিসর্গ নূহ বারীকে নিয়ে অলিম্পিয়াডে এসেছেন তার বাবা সরকারি চাকরিজীবী মো. আবদুল বারী। তিনি বলেন, ‘আমার ছেলে নিজে নিজেই অলিম্পিয়াডের খোঁজ-খবর রেখেছে। অনলাইনে নিবন্ধন করেছে। আমরা যারা পুরোনো আমলের মানুষ, তাঁদের তুলনায় এখনকার সন্তানেরা অনেক স্মার্ট। অলিম্পিয়াডের আয়োজনে সে নতুন বন্ধুদের সঙ্গে মিশছে, আলোচনা করছে। সিলেবাসের বাইরে এসে একটি বিষয় সম্পর্কে জানছে। সেই জায়গা থেকে এই অলিম্পিয়াডের উদ্যোগটা ভালো।’

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হবে। আঞ্চলিক পর্বের বিজয়ীরা জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।

অলিম্পিয়াডে এক ঘণ্টাব্যাপী পরীক্ষা হয়েছে। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
অলিম্পিয়াডে এক ঘণ্টাব্যাপী পরীক্ষা হয়েছে। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ