শিবচরে হবে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক

পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার কেরানীরবাট এলাকায় প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জায়গা পরিদর্শনকালে আইনমন্ত্রী এ কথা জানান।

আনিসুল হক বলেন, ‘বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে। যেহেতু পদ্মা সেতু শেষ পর্যায়ে, তাই পাশেই শিবচরে খুব সুন্দর নান্দনিক জায়গা পাওয়া যাচ্ছে। ফলে এখানেই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করার চিন্তাভাবনা করছে সরকার। পাশাপাশি এখানে যুগ্ম জজ আদালতও স্থাপন করা হবে।’

সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘শিবচরকে দেখে আমার কাছে অনুকরণীয় মনে হয়। আমি চিফ হুইপ সাহেবকে সাধুবাদ জানাই এত সুন্দর পরিকল্পনামাফিক শিবচরকে সাজানোর জন্য।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর ই আলম চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর ঘোষ প্রমুখ।