নদী দখলের খবর পেলেই ব্যবস্থা: নৌ-প্রতিমন্ত্রী

তুরাগ নদ। ফাইল ছবি
তুরাগ নদ। ফাইল ছবি

নদী দখলের খবর পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশের নদীগুলো নিয়ে ভাবতে হবে। নদীগুলোকে নিয়ে সরকার টাস্কফোর্স কমিটি গঠন করেছে, কমিটি নদী রক্ষায় কাজ করছে।

আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা নদী রক্ষা কমিটির আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশের নদীগুলোকে বাঁচাতে হবে। এ জন্য নদীগুলোকে প্রবহমান রাখতে হবে। নদী দখলকারীদের তালিকা সংসদে উত্থাপন হয়েছে, সেটি নিয়ে সরকার কাজ করছে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ উজ্জ্বল হোসেনসহ অনেকে।