বগুড়ায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের দায়ে গ্রেপ্তার ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত সন্দেহে এক তরুণকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। তাঁর নাম রোমান মিয়া (২২)। আজ শুক্রবার বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার নাফ ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

রোমান বগুড়া সদরের হিজলী গ্রামের বাসিন্দা। র‌্যাবের বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক রওশন আলী প্রথম আলোকে বলেন, আটক ওই তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটস অ্যাপসহ বিভিন্ন মাধ্যমে পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের প্রচার চালায়। অনেক পরীক্ষার্থীর কাছ থেকে প্রতারণা করে নগদ অর্থও হাতিয়ে নেয়। তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।