বেনাপোলে সাড়ে তিন কেজি সোনাসহ আটক ২

ছবি: ইউএনবি
ছবি: ইউএনবি

যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তিন কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০টি সোনার বারসহ দুজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এরা হলেন মো. ইকবাল হোসেন ও ওমর ফারুক। আটক দুজনের বাড়ি যশোরের শার্শা উপজেলার বড় আঁচড়া গ্রামে।

আজ শনিবার সকালে বেনাপোলের বড় আঁচড়া গ্রামের ভাঙার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বেনাপোল বন্দর থানায় চোরাচালানের একটি মামলা দিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বড় আঁচড়া গ্রামে যশোর ব্যাটালিয়নের সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছিলেন দুই যুবক। এতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে এই দুজনের কাছ থেকে ৩০টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য দুই কোটি ১৬ লাখ ২৭ হাজার টাকা। তাদের বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর থানায় একটি মামলা হয়েছে। পরে ইকবাল ও ফারুককে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।