নড়াইলে রাষ্ট্রদ্রোহের মামলায় মওদুদের জামিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। ফাইল ছবি

তিন বছর আগে নড়াইলে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ রোববার বেলা ১১টার দিকে তিনি নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক নিলুফার ইয়াসমিন ১০ হাজার টাকা মুচলেকায় তাঁকে জামিন দেন।

এর আগে মওদুদ আহমদ চলতি বছরের ২৭ জানুয়ারি হাইকোর্টে জামিনের আবেদন করেন। হাইকোর্ট তিন সপ্তাহের মধ্যে নড়াইল জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মওদুদ আহমদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার সম্পর্কে মানহানিকর বক্তব্য দেন। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল দলের সভাপতি এম এ হালিম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমান। মামলায় তিনজনকেই আসামি করা হয়।

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল ২০১৭ সালের ১২ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে মামলাটি করেন। আদালত থানায় মামলাটি গ্রহণের নির্দেশ দেন। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় তদন্ত শেষে ২০১৯ সালের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।