বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বুনো হাতির আক্রমণে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গারো পাহাড়ের লাউচাপড়া বিনোদনকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম নাজমুল আলম (১৯)। তিনি বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে ভারত থেকে আসা একদল বুনো হাতি কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ে অবস্থান করছিল। গতকাল সন্ধ্যার দিকে নাজমুল আলম প্রাইভেট পড়ে পাহাড়ি এলাকা বৈষ্টমপাড়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। লাউচাপড়া বিনোদনকেন্দ্রের পাশ দিয়ে যাওয়ার সময় একদল হাতি তাঁকে আক্রমণ করে। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হজরত আলী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরে ভারত থেকে একদল বুনো হাতি সীমান্ত অতিক্রম করে এই উপজেলার গারো পাহাড়ের জঙ্গলে অবস্থান করছিল। হাতির দল কখনো কখনো লোকালয়ে নেমে আসে। লোকালয়ে এসে প্রায় দিনই লোকজনের ওপর হামলা চালাচ্ছে। গত ২৯ নভেম্বর একদল হাতির আক্রমণে এ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামের ইদ্রিস আলীর (২০) মৃত্যু হয়। গত ১২ জানুয়ারি এ উপজেলার সোমনাথপাড়া গ্রামে বুনো হাতির আক্রমে লজেন মিয়া (৩০) নামে পল্লি বিদ্যুতের এক শ্রমিক গুরুতর আহত হন। গত ২২ জানুয়ারি বন্ধুর বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ে বেড়াতে গিয়ে নরসিংদীর শাহীন আলম (৩৮) নামের এক যুবক বুনো হাতির আক্রমণে প্রাণ হারান। এ নিয়ে পাহাড়ি জনপদে মানুষ বুনো হাতির আতঙ্কে আছেন।