জানুয়ারিতে ৪০ নারী-শিশুকে হত্যা, গণধর্ষণের শিকার ২০: বাংলাদেশ মহিলা পরিষদ

চলতি বছরের জানুয়ারি মাসে ২০ জন নারী ও শিশু গণধর্ষণের শিকার। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের সংরক্ষিত ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এক প্রতিবেদনে এ পরিসংখ্যান দেওয়া হয়েছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এক মাসে নারী ও শিশু নির্যাতনের মোট শিকার ২৩৬ জন। এর মধ্যে ধর্ষণের শিকার হন ১১৬। ধর্ষণের শিকারদের মধ্যে ৬০ জনই ছিল শিশু। এ ছাড়া মোট ধর্ষণের শিকার নারী ও শিশুর মধ্যে ২০ জনই গণধর্ষণের শিকার হন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাসটিতে বিভিন্ন কারণে ৪০ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়। যৌতুকের কারণে হত্যা করা হয় ৩ জনকে। বিভিন্ন নির্যাতনের কারণে ২১ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন মাসটিতে। ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মাসটিতে ফতোয়ার শিকার হন ৪ জন। বাল্যবিবাহের শিকার হয় ১০ জন। সাইবার অপরাধের শিকার হন ৫ জন।