চীনফেরত এক শিক্ষার্থীকে রংপুর থেকে ঢাকায় পাঠানো হয়েছে

করোনাভাইরাস সন্দেহে চীনফেরত এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান নারায়ণ চন্দ্র সাংবাদিকদের এ তথ্য জানান।

গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে ওই ছাত্র বমি ও শরীর ব্যথা নিয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন।

ওই শিক্ষার্থী চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান দেবেন্দ্র নাথ সরকার সাংবাদিকদের বলেন, ‘চীনফেরত এই শিক্ষার্থীর কফ, লালা ও রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। আমাদের আইসোলেটেড কেয়ার সেন্টার খোলা হয়েছে। আমরাও চিকিৎসা প্রদানে মানসিকভাবে প্রস্তুত আছি।’