মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জে মাকে হত্যার দায়ে দীপু সরকার (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এক সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রায় ১৬ বছর পর এ মামলার রায় হলো।

আজ সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দীপু সরকার হবিগঞ্জের মাধবপুর উপজেলার এখতিয়ারপুর নোয়াহাটি এলাকার বাসিন্দা এবং ওই গ্রামের রাজমোহন গোস্বামীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে দীপু সরকার বাড়িতে গিয়ে তার মা রসনা বালা সরকারের কাছে ভাত চান। ভাত দিতে দেরি হওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে তিনি কাছে থাকা একটি লাঠি দিয়ে মায়ের মাথায় জোরে আঘাত করেন। এতে রসনা বালা গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন ২০০৪ সালের ১৬ এপ্রিল রসনার স্বামী রাজমোহন গোস্বামী ছেলেকে আসামি করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১৬ জুলাই দীপু সরকারকে অভিযুক্ত করে পুলিশ অভিযোগপত্র দেয় আদালতে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা বলেন, আসামি পলাতক। তাঁর অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।