অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় মুজিব বর্ষে জাতির জন্য উপহার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের যুবারা ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতায় মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: পিআইডি
বাংলাদেশের যুবারা ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতায় মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: পিআইডি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যুব বিশ্বকাপ জয়কে মুজিব বর্ষে জাতির জন্য উপহার হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের যুব বিশ্বকাপের ট্রফি জেতা মুজিব বর্ষে জাতির জন্য একটি উপহার। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে গত চার বছর কঠোর পরিশ্রম করেছে। পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে তারা তাদের পরিশ্রমের সুফল পেয়েছে। বাংলাদেশ দল চারবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েছে। আমাদের খেলোয়াড়দের অনেক সাহস আছে। তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলকে বিশাল সংবর্ধনা দেওয়া হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ১৯৯৭ সালে আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, ‘যখনই বাংলাদেশ দল কোনো ট্রফি জিতেছে, আমরা তাদের সংবর্ধনা দিয়েছি। দেশে ফেরার পর আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলকেও আমরা জমকালো সংবর্ধনা দেব।’

মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য বাংলাদেশ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ের উৎসব পালনের জন্য এক দিনের সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জনের জন্য সবাইকে আরও বেশি কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার প্রস্তাব হচ্ছে, এই খুশিতে সবাইকে এক দিন বা এক ঘণ্টা বেশি কাজ করতে হবে।’