সীমান্তে চোরাকারবারির হামলা, বিজিবি সদস্য আহত

জয়পুরহাট
জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির সদস্যরা গুলি ছুড়ে এক চোরাকারবারিকে আটক করেন। গতকাল সোমবার গভীর রাতে আটাপাড়া সীমান্তের ছয় নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে আটাপাড়া সীমান্তের কাছে দুজন চোরাকারবারিকে বিজিবির সদস্যরা আটক করেন। এ সময় চোরাকারবারিরা তাঁদের কাছে থাকা চাকু দিয়ে বিজিবির সদস্য বরুণকে আঘাত করেন। এরপর পালিয়ে যান। বিজিবির সদস্যরা তাঁদের ধরতে গুলি ছোড়েন। পরে উত্তর গোপালপুর গ্রাম থেকে সন্দেহভাজন চোরাকারবারি এনামুল হককে আটক করেন বিজিবির সদস্যরা। বিজিবির আহত সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজিবি ২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।