অবৈধ যানের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত, আহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধ যান লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল–আরোহী এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুরে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবজি ব্যবসায়ীর নাম সিরাজুল ইসলাম (৫৫)।

আহত দুজন হলেন আহার আলী (৫৫) ও ইমরান আলী (২৫)। হতাহত তিনজনের বাড়ি জগন্নাথপুরে। আহত দুজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে আলমডাঙ্গা উপজেলা শহরে কাঁচামালের আড়ত বন্ধ করে সিরাজুল ইসলাম দুই কর্মচারী আহার ও ইমরানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজনই আহত হন। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) গাজী শামীমুর রহমান দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। অবৈধ যান লাটাহাম্বারটিকেও জব্দ করা সম্ভব হয়নি।