ধানখেতে পাখির ঝাঁক

>

খাগড়াছড়ি সদরের দক্ষিণ গোলাবাড়ি এলাকার পাহাড়ে বোরো মৌসুমের চারা রোপণে জমি তৈরির কাজ চলছে। জমিতে অল্প পানি। এ সময় জমিতে নামে সাদা বক ও ফিঙে পাখির ঝাঁক। দেখুন ছবিতে।

জমিতে পাখিদের দল।
জমিতে পাখিদের দল।
বীজতলা তৈরির সময় আসে বকের ঝাঁক।
বীজতলা তৈরির সময় আসে বকের ঝাঁক।
বক ও ফিঙে পাখিরা আসে পোকা খেতে।
বক ও ফিঙে পাখিরা আসে পোকা খেতে।
কাজে ব্যস্ত চাষি।
কাজে ব্যস্ত চাষি।
ট্রাক্টরে বসেছে জোড়া ফিঙে পাখি।
ট্রাক্টরে বসেছে জোড়া ফিঙে পাখি।
খাবার খুঁজছে ফিঙে দুটো। একটার মুখে খাবার।
খাবার খুঁজছে ফিঙে দুটো। একটার মুখে খাবার।
বক ও ফিঙেরা শিকারের অপেক্ষায়।
বক ও ফিঙেরা শিকারের অপেক্ষায়।
জমির আইলে সার বেঁধে বসে বকগুলো।
জমির আইলে সার বেঁধে বসে বকগুলো।
নীড়ে ফেরার পালা।
নীড়ে ফেরার পালা।