ফোন করে জানলেন স্বামী বেঁচে নেই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাড়িতে আসতে দেরি হওয়ায় স্বামীর মোবাইল নম্বরে ফোন দিয়েছিলেন স্ত্রী। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হলো, সড়ক দুর্ঘটনায় তাঁর স্বামী মারা গেছেন। আধা ঘণ্টা আগে ভটভটির চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। রাজশাহীর বাগমারার শিবজাইটে গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফিরোজ আহমেদ (৪৫)। তাঁর বাড়ি রাজশাহী পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা পরিষদের সদস্য আবু জাফর বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে খড়বোঝাই ভটভটির চাপায় মোটরসাইকেলের আরোহী ফিরোজ নিহত হন। রাত ১০টার দিকে তাঁর পকেটে থাকা ফোনটি বেজে ওঠে। একজন নারী বাড়িতে আসতে দেরি হচ্ছে কেন, তা জানতে চান। তখন আবু জাফর তাঁকে জানান, তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

ফিরোজ আহমেদের পরিবারের লোকজন এসে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পুলিশ ভটভটিটি জব্দ করে।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।