সাগর-রুনি হত্যা মামলার নিষ্পত্তিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে র‍্যাব: আইজিপি

পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ফাইল ছবি
পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, র‍্যাব সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করছে। সাগর-রুনি হত্যা মামলার নিষ্পত্তি করতে র‍্যাব তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বরগুনা পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি। মুজিব শতবর্ষে জনতার পুলিশ হয়ে ওঠার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, ‘মুজিব শতবর্ষে আমাদের অঙ্গীকার, আমরা জনতার পুলিশ হব। জনগণের অভিযোগ ও চাহিদা অনুযায়ী সেবা দিলে জনগণের পুলিশ হওয়া সম্ভব। সঠিকভাবে সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’

কিশোর অপরাধের প্রকৃত কারণ জানতে গবেষণার দরকার রয়েছে বলে মন্তব্য করেছেন আইজিপি। তিনি বলেন, ‘যে বয়সে একজন কিশোরের আনন্দে থাকার সময়, সে বয়সে কেন সে অপরাধে জড়ায়, এটা আমাদের সমাজবিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। কিশোরেরা পরিবারের কাছ থেকে মূল্যবোধ শিখবে। কেন আমাদের সন্তানেরা বিপথগামী হচ্ছে, সেটা সমাজবিজ্ঞানীরা গবেষণা করে বলতে পারবেন।’

অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সামাজিক সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বলেও জানান আইজিপি, ‘শুধু অপরাধ দমন নয়, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসসহ বিভিন্ন বিষয়ে আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি।’

পুলিশ অফিসার্স মেস উদ্বোধনের সময় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসেন, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বিকেলে বরগুনা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন আইজিপি।