সড়ক পরিবহন করপোরেশন বিল পাস

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

বিশেষ পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিটিআরসি)। এই বিধান যুক্ত করে ১৯৬১ সালের অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিল-২০২০ সংসদে পাস হয়। বিলটি পাসের প্রস্তাব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিলে বিশেষ পরিস্থিতি যেমন হরতাল, পরিবহন ধর্মঘট, জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব ইজতেমা, মুক্তিযোদ্ধা সমাবেশ এবং অনুরূপ কোনো পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা প্রদান করার বিধান যুক্ত করা হয়েছে।

বিলে বিআরটিসির মূলধনেও পরিবর্তন আনা হয়েছে। আগে অনুমোদিত মূলধন ছিল ৬ কোটি টাকা। পাস হওয়া বিলে তা ১ হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। অনুমোদিত মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।