পুকুর ও রেললাইন থেকে নবজাতকের লাশ উদ্ধার

নবজাতক ।  প্রতীকী ছবি
নবজাতক । প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চর দরবেশ ইউনিয়নের উত্তর চর সাহাভিকারী এলাকার খলিল ব্যাপারী বাড়ির পুকুরে লাশটি ভাসছিল।

অন্যদিকে বেলা তিনটার দিকে নরসিংদী শহরের বিলাসদী এলাকার রেললাইনের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

ফেনী: সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ছায়েদের রহমান বলেন, উদ্ধারকৃত নবজাতকের (ছেলে সন্তান) বয়স আনুমানিক দুদিন হবে। গায়ে জামা-কাপড় কিছুই নেই। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কেউ নবজাতকটিকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পুকুরের পানিতে ফেলে দিয়ে চলে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী: পুলিশ ও স্থানীয়রা বলছেন, দুপুরের দিকে রেললাইনের পাশে ওই নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে এক মহিলা চিৎকার করতে থাকেন। আশপাশের লোকজন এগিয়ে এসে এই দৃশ্য দেখে পুলিশে খবর দেন। পরে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।