জঙ্গিবাদ নির্মূলে ধর্মীয় নেতাদের কাজ করতে হবে: র্যাব মহাপরিচালক

জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকবিরোধী আলেম-ওলামার সমাবেশে বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ মঙ্গলবার বিকেলে বগুড়া পুলিশ লাইনস মাঠে। ছবি: সোয়েল রানা
জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকবিরোধী আলেম-ওলামার সমাবেশে বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ মঙ্গলবার বিকেলে বগুড়া পুলিশ লাইনস মাঠে। ছবি: সোয়েল রানা

আজ ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি প্রতিরোধে আলেম-ওলামা, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের অনন্য ভূমিকা রাখতে হবে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে জঙ্গিবাদ-সন্ত্রাস ছড়ানো হচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি নির্মূলে ধর্মীয় নেতাদের একযোগে কাজ করতে হবে।

জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকবিরোধী আলেম-ওলামার সমাবেশে এসব কথা বলেন বেনজীর আহমেদ। আজ মঙ্গলবার বিকেলে বগুড়া পুলিশ লাইনস মাঠে এ সমাবেশ হয়।

র‌্যাব প্রধান বলেন, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সমাজবিরোধী কর্মকাণ্ড এবং ইসলামের অপব্যাখ্যা প্রতিরোধে আলেম-ওলামাদের মানুষকে সচেতন করতে কাজ করতে হবে। ধর্মের সঠিক যুক্তি দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ থেকে মানুষকে ফেরাতে হবে। মাদকের বিষাক্ত ছোবলে আক্রান্ত যুবসমাজ, এদের রক্ষা করতে হবে। অনিময়–দুর্নীতির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়তে হবে।

র‌্যাব মহাপরিচালক বলেন, মসজিদের ইমামরা হলেন সামাজিক নেতা। দেশ, দেশের মানুষকে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে কাজ করতে হবে।

আজকের সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম এ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম, বগুড়া জামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুল হক হক্কানী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক প্রমুখ।