আলুটিলা

>

খাগড়াছড়িতে বেড়াতে এলে পর্যটকেরা একটিবারের জন্য হলেও আলুটিলা পর্যটনকেন্দ্র গুহায় আসেন। ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণ আলুটিলা গুহা। শীতের সময় পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে অন্য রকম আকর্ষণ এই গুহা। মশাল বা মুঠোফোনের আলো জ্বেলে ভেতরে চলতে হয়। আলুটিলা পর্যটনকেন্দ্র থেকে খাগড়াছড়ি শহর ও চেষ্টা নদী দেখা যায়। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পর্যটনকেন্দ্র থেকে তোলা ছবি নিয়ে ছবির গল্প।

সবুজ পাহাড়ের অপরূপ শ্যামলিমা
সবুজ পাহাড়ের অপরূপ শ্যামলিমা
স্থানীয় যান চাঁদের গাড়িতে যাচ্ছেন পর্যটকেরা
স্থানীয় যান চাঁদের গাড়িতে যাচ্ছেন পর্যটকেরা
আলুটিলা পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়
আলুটিলা পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়
পাহাড়ের পটভূমিতে সেলফি
পাহাড়ের পটভূমিতে সেলফি
গুহায় ঢুকছেন পর্যটকেরা
গুহায় ঢুকছেন পর্যটকেরা
পর্যটকেরা সিঁড়ি ভেঙে উঠছেন
পর্যটকেরা সিঁড়ি ভেঙে উঠছেন
মুঠোফোনের আলো জ্বেলে গুহার ভেতর দিয়ে যাওয়া
মুঠোফোনের আলো জ্বেলে গুহার ভেতর দিয়ে যাওয়া
পর্যটন কেন্দ্রে যেতে প্রস্তুত পিকআপ ও চাঁদের গাড়ি
পর্যটন কেন্দ্রে যেতে প্রস্তুত পিকআপ ও চাঁদের গাড়ি
রেখার মতো দাগ কেটে আছে সরু পাহাড়ি পথ
রেখার মতো দাগ কেটে আছে সরু পাহাড়ি পথ