কাঠবাহী যান উল্টে চাপা পড়লেন চালক

চুয়াডাঙ্গা পৌর এলাকায় কাঠভর্তি আলমসাধু উল্টে কাঠের নিচে চাপা পড়ে মারা গেছেন চালক। আজ বুধবার সকালে পৌর এলাকায় সরকারি ছাগল খামারের কাছে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চালকের নাম হাবিবুর রহমান (৪৬)। তিনি জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সদর থানা-পুলিশ জানায়, হাবিবুর রহমান আজ সকালে কাঠভর্তি আলমসাধু চালিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। সকাল আটটার দিকে ছাগল খামার এলাকা পার হওয়ার সময় আলমসাধুর বাম পাশের চাকা ফেটে যানটি উল্টে যায় এবং চালক হাবিবুর কাঠের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী হাবিবুরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।