সৌদি আরব থেকে কোনো রোহিঙ্গা বাংলাদেশে ফেরেননি: পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব বা অন্য কোনো দেশ থেকে কোনো রোহিঙ্গা বাংলাদেশে ফেরেননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘কোনো রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আবর যাওয়া বা ফেরার বিষয়টি আমাদের জানা নেই।’

আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন সিটি বসুন্ধরায় বিমসটেক ট্রেডিশনাল হেলথ কেয়ার এক্সপো-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইউএনবির খবরে বলা হয়, মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়া এবং ফেরার কোনো ঘটনা ঘটেনি। রোহিঙ্গা হিসেবে কেউ সৌদি আরব বা অন্য কোনো দেশ থেকে ফেরেননি।’

সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট থাকা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সেখানে বাংলাদেশ দূতাবাস বা সৌদি সরকার কেউই আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি।’

মন্ত্রী উল্লেখ করেন যে সৌদি আরবে অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যাদের কোনো কাজ নেই। ‘তাদের আর্থিক অবস্থা এখন ভালো নয়। এবং এটা স্বাভাবিক যে আপনার কাজ না থাকলে আপনি দেশে ফিরে আসবেন।’

১০ ফেব্রুয়ারি প্রথম আলোর এক খবরে বলা হয়, সৌদি সরকার বাংলাদেশের পাসপোর্টধারী ৪২ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে চাপ দিচ্ছে। গত কয়েক বছরে অনানুষ্ঠানিকভাবে আলোচনায় তোলার পর সম্প্রতি বাংলাদেশকে একাধিক চিঠি দিয়ে বিষয়টি সমাধান করতে বলেছে সৌদি আরব। বিষয়টি সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত বাংলাদেশের রাষ্ট্রদূত সম্মেলনের আলোচনাতেও এসেছে।