ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি চান সুমন

আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছ সায়েদুল হক অব্যাহতির এই আবেদন জমা দেন। সায়েদুল হক প্রথম আলোকে এই তথ্য জানান।

অব্যাহতির আবেদনে বলা হয়, ২০১২ সালের ১৩ নভেম্বর ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে যোগ দেন সায়েদুল হক। যোগদানের পর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়ার কারণে তিনি ট্রাইব্যুনালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে সময় দিতে পারছেন না।

সায়েদুল হক তাঁর অব্যাহতির আবেদনে বলেন, এ অবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়াকে অনৈতিক মনে করেন তিনি। এ কারণে ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে অব্যাহতি চান সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করে আলোচিত হন।