হাসপাতালে ভর্তি কবি নির্মলেন্দু গুণ

কবি নির্মলেন্দু গুণ। ফাইল ছবি
কবি নির্মলেন্দু গুণ। ফাইল ছবি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। বর্তমানে তিনি সিসিইউতে রয়েছেন।

বেশ কয়েক দিন আগে ঠান্ডায় আক্রান্ত হন নির্মলেন্দু গুণ। গত তিন দিনে সেই ঠান্ডাজনিত রোগ গুরুতর আকার ধারণ করে। পরে ১২ ফেব্রুয়ারি কবির কিডনিতে সমস্যা দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তিন চিকিৎসক বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছে।

কবির মেয়ে মৃত্তিকা গুণ আজ প্রথম আলোকে জানান, ‘বাবার ভয়াবহ ঠান্ডা লেগেছিল। কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল। ডাক্তার তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। রিপোর্টগুলো এখনো পাওয়া যায়নি। তবে বাবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ডাক্তার সন্দেহ করছেন।’

নির্মলেন্দু গুণকে এখন চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে কবির পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।