পলাশ ফুটেছে বসন্ত এসেছে

>

বসন্ত এসে গেছে। ঋতুরাজের আগমনে প্রকৃতি সেজেছে নবরূপে। শিমুল-পলাশ-অশোকের শাখা ভরে উঠেছে রক্তিম ফুলে। গাছে গাছে পাখির কলকাকলি। কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। সব মিলিয়ে প্রকৃতিতে এসেছে নব প্রাণ। বসন্তের প্রকৃতি নিয়ে ছবির গল্প।

প্রকৃতিতে রং ছড়াচ্ছে পলাশ ফুল। চট্টগ্রাম। ছবি: সৌরভ দাস
প্রকৃতিতে রং ছড়াচ্ছে পলাশ ফুল। চট্টগ্রাম। ছবি: সৌরভ দাস
পাখির কলকাকলিতে মুখর প্রকৃতি। চট্টগ্রাম। ছবি: সৌরভ দাস
পাখির কলকাকলিতে মুখর প্রকৃতি। চট্টগ্রাম। ছবি: সৌরভ দাস
পলাশ ফুলে টিয়া পাখি। চট্টগ্রাম। ছবি: সৌরভ দাস
পলাশ ফুলে টিয়া পাখি। চট্টগ্রাম। ছবি: সৌরভ দাস
পলাশ ফুলে বুলবুলি। চট্টগ্রাম। ছবি: সৌরভ দাস
পলাশ ফুলে বুলবুলি। চট্টগ্রাম। ছবি: সৌরভ দাস
বসন্তে সেজেছে প্রকৃতি। সিলেট। ছবি: আনিস মাহমুদ
বসন্তে সেজেছে প্রকৃতি। সিলেট। ছবি: আনিস মাহমুদ
বসন্তের বার্তা দিচ্ছে বসন্ত বাউড়ি। সিলেট। ছবি: আনিস মাহমুদ
বসন্তের বার্তা দিচ্ছে বসন্ত বাউড়ি। সিলেট। ছবি: আনিস মাহমুদ
গাছের ফাঁকে কোকিলের কুহু কুহু। পাবনা। ছবি: হাসান মাহমুদ
গাছের ফাঁকে কোকিলের কুহু কুহু। পাবনা। ছবি: হাসান মাহমুদ
ঋতুরাজের আগমনের প্রকৃতির সাজ। পাবনা। ছবি: হাসান মাহমুদ
ঋতুরাজের আগমনের প্রকৃতির সাজ। পাবনা। ছবি: হাসান মাহমুদ
পলাশের ডালে পাখির নাচ। পাবনা। ছবি: হাসান মাবুদ
পলাশের ডালে পাখির নাচ। পাবনা। ছবি: হাসান মাবুদ