ফিজিক্সের প্রতি ভালোবাসা থেকে ছুটে এসেছে সবাই

পয়লা ফাল্গুনে খুলনায় ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন। আজম খান কমার্স কলেজ, খুলনা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
পয়লা ফাল্গুনে খুলনায় ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন। আজম খান কমার্স কলেজ, খুলনা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

বসন্ত ও ভালোবাসায় একাকার হয়ে খুলনায় শুরু হয়েছে ১০ম ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০।

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে খুলনা নগরের আযম খান সরকারি কমার্স কলেজ প্রাঙ্গণে এই অলিম্পিয়াডের উদ্বোধন হয়। উদ্বোধন করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক কল্লোল কুমার রায়।

উদ্বোধনী বক্তব্যে কল্লোল কুমার রায় বলেন, আজ পয়লা বসন্তে ফিজিক্সের প্রতি ভালোবাসা থেকে সবাই ছুটে এসেছে অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে। এমন আয়োজনের জন্য তিনি প্রথম আলো ও ডাচ বাংলা ব্যাংকে ধন্যবাদ জানান।

খুলনায় ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধনী পর্ব। আজম খান কমার্স কলেজ, খুলনা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
খুলনায় ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধনী পর্ব। আজম খান কমার্স কলেজ, খুলনা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

কল্লোল কুমার রায়ের বক্তব্যের পর রং-বেরঙের বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের বর্ণাঢ্য উদ্বোধন হয়।

অলিম্পিয়াডে খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।

ফিজিক্স অলিম্পিয়াড
ফিজিক্স অলিম্পিয়াড

অলিম্পিয়াড আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন খুলনা বন্ধুসভার সদস্যরা।

উদ্বোধনের পর শিক্ষার্থীদের এক ঘণ্টার পরীক্ষা হয়। মোট তিনটি ক্যাটাগরিতে অলিম্পিয়াড হচ্ছে।