প্রীতিলতা ব্রিগেডের আত্মরক্ষার প্রশিক্ষণ

প্রীতিলতা ব্রিগেডের আত্মরক্ষাবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা
প্রীতিলতা ব্রিগেডের আত্মরক্ষাবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা

নারীর প্রতি সহিংসতা রোধে লড়াইয়ের অংশ হিসেবে একটি আত্মরক্ষাবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পালন করেছে প্রীতিলতা ব্রিগেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুত্থান ক্লাবের সহযোগিতায় ২ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন অন্তত ৭০ জন নারী।

বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে নারীদের প্রশিক্ষণ দেন বাংলাদেশ বুত্থান ফেডারেশনের প্রশিক্ষক শাকিল বোরহান। পরে ১২ ফেব্রুয়ারি ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সুইমিংপুল অংশে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয় ব্রিগেডের পক্ষ থেকে।

প্রীতিলতা ব্রিগেড একটি সামাজিক ও রাজনৈতিক নারীবাদী সংগঠন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করছে। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রীতিলতা ব্রিগেডের আয়োজকেরা কর্মসূচিতে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তুষ্টি ব্যক্ত করে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি